
সোহেনা আক্তার: মৌলভীবাজারের ৫ পুলিশ সদস্য করোনা জয় করে আবারও কাজে ফিরেছেন। সুস্থ হওয়ার পথে আরও ২ জন।
মৌলভীবাজার জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাস সনাক্ত করা হয় । এর পর জেলার কুলাউড়া, জুড়ি ও রাজনগর থানায় মোট ৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।
আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন তারা হলেন, কন্সটেবল মো. শাহজাহান মিয়া , কন্সটেবল মো. ইমাদ হাসান , কন্সটেবল ধ্রুব জ্যোতি , কন্সটেবল মো. আফজাল হুসাইন ও কন্সটেবল মো. নুরুল ইসলাম।