
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে বন্যা কবলিত শহরতলীরর মোস্তফাপুর ইউনিয়নে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সুপান মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুন) সকালে রুমেল কমিনিটি সেন্টারের পাশে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। সুপান মিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ জুন) বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এর পর অনেক খোঁজাখুজি করার পর সোমবার(১৮ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এএসআই বাতেন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।